বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
রাজশাহী অঞ্চলের বীজ বিপণন বিভাগের সিটিজেন চার্টার
বিএডিসির নিয়োগকৃত বীজ ডিলারদের মাধ্যমে বিএডিসির বীজ বাজারজাত করা হয় তথা কৃষক সাধারনের নিকট বীজ সহজ-লভ্য করাই বীজ বিপণন বিভাগের প্রধান কাজ। এ ক্ষেত্রে প্রথমতঃ কতকগুলি নির্দ্ধারিত শর্ত পালন সাপেক্ষে বীজ ডিলার নিয়োগ করা হয়।
*) বীজ ডিলার নিয়োগের শর্তাবলীঃ-
১। বীজ ডিলার হতে ইচ্ছুক ব্যক্তিগনকে নির্দ্ধারিত মূল্যে আবেদনপত্র ক্রয় করে উপ-পরিচালক (বীবি),
বিএডিসি, রাজশাহী বরাবরে আবেদন করতে হবে।
২। (ক) প্রাথমিকভাবে প্রতি অর্থ-বছরের জন্য নির্দ্ধারিত লাইসেন্স ফি এর মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়
এবং প্রতি বছর জুলাই/আগষ্ট মাসে লাইসেন্স নবায়ন করা হয়।
(খ) নির্দ্ধারিত পরিমাণ বীজ উত্তোলন সাপেক্ষে বীজ ডিলার লাইসেন্স নবায়ন করা হবে।
৩। বিক্রয় কেন্দ্রে ডিলার তার নিয়োগপত্র /লাইসেন্স প্রদর্শন করে রাখবেন।
৪। বিএডিসি কর্তৃক বিভিন্ন বীজের জন্য নির্দ্ধারিত কমিশন পাবেন।
৫। ডিলার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে বীজ ক্রয় করবেন।
৬। ডিলারের দোকানে সাইন বোর্ড থাকতে হবে এবং ক্যাশমেমো ইস্যূ করে বীজ বিক্রয় করতে হবে।
৭। বীজ বিক্রয় মৌসূমে ডিলারগন তাদের দোকানে বীজের মূল্য, প্রাপ্যতা লালসালূ ব্যানারে লিখে ব্যানার
টাঙিয়ে বীজ বিক্রয় করবেন।
৮। বীজ ডিলারের বিক্রয়কেন্দ্রে বীজ সংরক্ষনের উপযোগী গুদাম থাকতে হবে। ডিলার তার নিজস্ব
ব্যবস্থাপনায় বিএডিসির গুদাম হতে নিজস্ব বিক্রয়কেন্দ্রে নিয়ে যাবেন।
৯। কোন অবস্থাতেই বিক্রিত বীজ ফেরৎ নেয়া হবে না।
১০। বিএডিসি কর্তৃক সরবরাহকৃত অরিজিনাল প্যাকেট /বস্তায় ডিলার বীজ বিক্রয় করবেন এবং কোন
অবস্থাতেই বীজের প্যাকিং , মার্কিং নষ্ট বা পরিবর্তন অথবা পূর্বে ব্যবহৃত প্যাকেট/বস্তায় বীজ বিক্রয়
করতে পারবেন না। করা যাবেনা
১১। ডিলার দ্রুততার সঙ্গে বিএডিসি হতে সরবরাহকৃত বীজ বিতরণের ব্যবস্থা করবেন।
১২। বিএডিসি, বীজ অনুমোদন সংস্থার কর্মকর্তাগন যে কোন সময় ডিলারের গুদাম এবং বিক্রয় কেন্দ্রে
বিএডিসি কর্তৃক সরবরাহকৃত বীজ পরিদর্শণ করতে পারবেন।
১৩। ডিলার বিএডিসি’র বীজ কর্মকর্তাকে গুদামজাত বীজ এবং ডিলার নিয়োগপত্র /লাইসেন্স দেখাতে বাধ্য
থাকবেন।
১৪। বিএডিসি, সরবরাহ কেন্দ্র হতে নির্দ্ধারিত গুনগত মান সম্পন্ন বীজ ডিলারের নিকট সরবরাহের জন্য দায়ী
থাকবেন।
১৫। বিএডিসি হতে সরবারহকৃত বীজের গুনগতমান সম্পর্কে চাষীদের জানানোর জন্য ডিলার প্রয়োজনীয়
প্রচারণার ব্যবস্থা গ্রহন করবেন।
১৬। বিএডিসির বীজ সম্পর্কে বিভিন্ন সময়ে পর্যাপ্ত প্রচারণার ব্যবস্থা গ্রহন করবেন। বিএডিসি কর্তৃক
সরবরাহকৃত বীজ সংক্রান্ত পোষ্টার, পুস্তিকা ইত্যাদি বিতরণ এবং প্রদর্শণী পট স্থাপন ইত্যাদি তৈরী/
আয়োজন করার জন্য ডিলার সকল প্রকার সহায়তা করার জন্য দায়ী থাকবেন।
১৭। ডিলার বীজের কালোবাজারী ও ভেজাল মিশ্রণ সংক্রান্ত কোন রকম কাজে সম্পৃক্ত থাকতে পারবে না-
সম্পৃক্ত থাকলে ডিলার লাইসেন্স বাতিলসহ সীড এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
১৮। বীজ ডিলারের দোকানে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের খারাপ মানের বীজ এবং সরকারের অনুমোদন বিহীন
কোন সংস্থা/প্রতিষ্ঠানের বীজ/বিক্রয় করা যাবেনা। অনুমোদিত অন্য কোন সংস্থা /প্রতিষ্ঠান কর্তৃক
প্যাকিংকৃত বীজ সম্পর্কে সংশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের প্যাকিং অথোরিটি, ব্যবসার বৈধতা সম্পর্কিত
কাগজপত্র প্রত্যয়ণপত্র ইত্যাদি সম্পর্কে পরিদর্শণকারী কর্মকর্তাকে নিশ্চিত করার জন্য বাধ্য থাকবেন।
১৯। ডিলার কর্তৃক পরিচালিত কর্মকান্ডে বিএডিসি’র বীজের বাজার সৃষ্টি এবং এর বিপণন ও সংরক্ষন এবং
বিএডিসির সূনাম ক্ষুন্ন হওয়ার কোনরুপ আশংকা দেখা দিলে এবং উপরে বর্নিত যেকোন শর্তাবলী
লঙ্ঘন করলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।
২০। বিএডিসি কর্তৃক বীজের বিক্রয় মূল্য হ্রাসের পূর্ববর্তী তারিখে যে সব বীজ ডিলার বীজ ক্রয় করেছেন
তাদেরকে কোন প্রকার আর্থিক ক্ষয়ক্ষতিজনিত অর্থ ফেরৎ প্রদানে বিএডিসি, বাধ্য থাকবেনা।
(*) কোন ব্যক্তি/প্রতিষ্ঠান বীজের ডিলারশীপ নিতে আগ্রহী হলে উপ-পরিচালক (বীবি), বিএডিসি, রাজশাহী দপ্তর হতে নির্দ্ধারিত মূল্যে আবেদনপত্র ক্রয় করে ডিলার নিয়োগ নীতিমালা অনুসারে আবেদন করলে ত্বরিৎ ডিলার নিয়োগের ব্যবস্থা গ্রহন করা হবে। প্রসংগত উলেখ্য যে, আবেদনপত্র ফর্মের সহিত ডিলার নিয়োগ নীতিমালা বিস্তারিত ভাবে লিপিবদ্ধ আছে।
ধান,গম,আলু ও পাটবীজের বীজ ডিলার কমিশন সংক্রান্ত সেবাঃ
ডিলার কমিশন হার নিম্নরুপঃ
বীজের নাম |
দূরত্ব |
উত্তোলনের পরিমান |
বর্তমান কমিশন হার |
ধান |
ক) ০-১০ কিঃমিঃ পর্যন্ত |
০.৫-২.০টন পর্যন্ত ২.০ টনের ঊর্দ্ধে |
৬% (ছয়) ১০% (দশ) |
খ) ১০ কিঃমিঃ এর ঊর্দ্ধে |
০.৫-২.০ টন পর্যন্ত ২.০ টনের ঊর্দ্ধে |
৯% (নয়) ১৩% (তের) |
|
গম |
ক) ০-১০ কিঃমিঃ পর্যন্ত |
২-৫ টন পর্যন্ত ৫ টনের ঊর্দ্ধে |
৬% (ছয়) ১০% (দশ) |
খ) ১০ কিঃমিঃ এর ঊর্দ্ধে |
২-৫ টন পর্যন্ত ৫ টনের ঊর্দ্ধে |
৯% (নয়) ১৩% (তের) |
|
আলু |
ক) হিমাগার হতে |
৫ টনের ঊর্দ্ধে |
৯%(নয়) |
খ) আঞ্চলিক গুদাম হতে |
৫ টনের ঊর্দ্ধে |
৪% (চার) |
|
পাটবীজ |
ক) দেশি |
৭৫ কেজি হতে ১৫০ কেজি |
১০% (দশ) |
১৫০ কেজির উর্দ্ধে |
১৩ %(তের) |
||
খ) তোষা |
৬২ কেজি হতে ১২৪ কেজি |
১০% (দশ) |
|
১২৪ কেজির উর্দ্ধে |
১৩ %(তের) |
||
মাইনর ক্রপ |
সরিষা,ডালতৈল ও অন্যান্য |
৫০ কেজি হতে ১০০ কেজি |
৪% (চার) |
|
|
১০০ কেজির উর্দ্ধে |
৭ % (সাত) |
সবজী বীজ |
|
২০০০ টাকা পর্যন্ত ক্রয় করলে |
১০ % (দশ) |
|
|
|
|
ক) উপরে উল্লেখিত ডিলার কমিশনের হার পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত বলবৎ থাকবে।
খ) অঞ্চলে (বৃহত্তর জেলা সমূহে) অবস্থিত ‘‘০’’ শূন্য কিঃমিঃ পোস্ট হতে দূরত্ব বিবেচনা যোগ্য।
উপ-পরিচালক (বীবি),
বিএডিসি, রাজশাহী।
ফোন নং -৭৬০৯০৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস