Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

প্রতিষ্ঠালগ্ন থেকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োজনীয় কৃষি উপকরণ যথা উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার ইত্যাদি কৃষকদের মধ্যে সঠিক সময়ে নায্য মূল্যে এবং সঠিক পরিমানে বিতরণ করা ও সেচ সমম্প্রসাণের দায়িত্ব বিএডিসি‘র উপর ন্যস্ত করা হয়।পরবর্তীতে সরকারের কৃষি উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বিএডিসি দানা জাতীয় শস্যবীজ, ডাল ও তৈল জাতীয় বীজ, পাটবীজ, বীজ আলু, বিভিন্ন জাতের সবজি/ সবজি বীজ এবং উদ্যান জাতীয় ফসল/ ফলমূল উৎপাদন ও সরবরাহের পাশাপাশি উন্নত বীজ উৎপাদনে কৃষককে সার্বিক পরামর্ প্রদান, শংকর জাতীয় বীজ উৎপাদন ও বাজারজাতকরণ, ব্যক্তিখাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারগেরি সেবা প্রদান, উদ্যান ফসলের অভ্যন্তরীন/রপ্তানি বাজার সম্প্রসারণে ভৌত ও প্রযুক্তিগত উন্নয়নের মাধমে জনগণের আর্থসামাজিক উন্নয়ন তথা মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিই বিএডিসির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।